জনমত ডেস্ক, ৬ এপ্রিল। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। করোনাভাইরাসে তিনি ১০ দিন  আগে সংক্রমিত হয়েছেন বলে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে ইতোপূর্বে জানানো হয়েছিল।

ইতিমধ্যে তার সন্তান সম্ভবা বান্ধবীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রবিবার রাত ১০টার পর ডাউনিং স্ট্রিট থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সন্ধ্যায় তার জ্বরের তাপমাত্রা বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। তার চিকিৎসকরা বলছেন, অতিরিক্ত সতর্কতা হিসেবে প্রধানমন্ত্রীকে হাসপাতালে নেয়া হয়েছে।

ফরেন সেক্রেটারি আশা করছেন সোমবারের করোনাভাইরাস সংক্রান্ত সভায় তিনি সভাপতিত্ব করবেন।

বিবিসির পলিটিক্যাল এডিটর লরা জানিয়েছেন এটি রুটিন টেস্ট। প্রধানমন্ত্রীকে হয়ত রাত পর্যন্ত হাসপাতালে থাকতে হতে পারে।