আব্দুর রাজ্জাক, ঘিওর (মানিকগঞ্জ), ৪ এপ্রিল ॥ করোনা ভাইরাসের কারনে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরি ইউনিয়নে ৩২০ জন কর্মহীন হতদরিদ্র পরিবারের মাঝে জি.এম.এস গ্রুপের আয়োজনে এবং ঘিওর উপজেলা প্রশাসনের সহযোগীতায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে বানিয়াজুরি ইউনিয়ন পরিষদ মাঠে করোনা ভাইরাসের এই দুর্যোগে চাউল, ডাউল, আলু, তৈল বিতরণ করা হয় ।
জি.এম.এস গ্রুপের প্রতিনিধি এস.আর. আনসারী বিল্টুর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান হাবিব, সমাজ সেবক মোঃ হাফিজুর রহমান ফিরোজ, ঘিওর থানার কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন, মোঃ জাকির হোসেন প্রমূখ।
ত্রান বিতরণকালে আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধি এস আর আনসারী বিল্টু জানান, জি এম এস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তফা ও ডিরেক্টর শামসুল আরেফীন সবসময়ই অসহায় দুর্গত মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেন। এরই ধারাবাহিকতায় দেশে চলমান করনা ভাইরাসে কর্মহীন দুর্গত মানুষের মাঝে সহায়তা প্রদান করেছেন এবং আগামীতেও সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি জানান।