মানিকগঞ্জ প্রতিনিধি ঃ ৩ মার্চ
ঢাকা আরিচা মহাসড়কে গণপরিবহন বন্ধ হয়েছে। তবে পিকআপভ্যানে যাত্রী যোগার করে দিয়ে কমিশন আদায়ের অভিযোগে একজনের তিন দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আজ শুক্রবার মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে ঘটনাটি ঘটে। দন্ডপ্রাপ্ত ব্যক্তি হচ্ছে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার চিলমারী গ্রামের আনোয়ার শেখের ছেলে মোঃ লালন শেখ (৩২)।
জানা গেছে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পুলিশের চোখ ফাকি দিয়ে লালন শেখ বিভিন্ন গন্তব্যে পৌছে দেয়ার কথা বলে যাত্রী যোগার করতো। এরপর সে নিষেধাজ্ঞা অমান্য করে চলাচল করা গাড়িতে ওই যাত্রীদের তুলে দিত। এর বিনিময়ে সে গাড়ীর চালকের কাছ থেকে নির্ধারিত হারে কমিশন আদায় করতো। শুক্রবারও সে একই কাজ করছিল। বিষয়টি টের পেয়ে পুলিশ তাকে হাতেনাতে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা ভূমি কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুনের ভ্রাম্যমান আদালতে হাজির করলে তিনি লালন শেখকে তিন দিনের কারাদন্ডের সাজা দেন।