ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি, ২ এপ্রিল। নিত্য প্রয়োজনীয় দব্য সমগ্রীর মূল্য বৃদ্ধির অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ঘিওর বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মানিকগঞ্জ। এ সময় মূল্য তালিকা না থাকার কারনে ঘিওর বাজারের চাউল ব্যবায়ী উত্তম কুমার সাহা (৬৫), পিং- মৃত সতিশ চন্দ্র সাহা, ঘিওর, মানিকগঞ্জ কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করেন। ঘিওর বাজারের চাউল ব্যবায়ী শেখ হারুন, (৫১)পিতা -মৃত শেখ ওয়াজুদ্দিন সাং- ঘিওর, মূল্য তালিকার চেয়ে বেশী মূল্যে চাউল বিক্রি করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারায় দশ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া অলোক ঝাঁ (৫০) পিতা -দুলাল চন্দ্র ঝাঁ সাং- ঘিওর, মানিকগঞ্জকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারায় এক হাজার টাকা, মোঃ লেবু মিয়া (৩০) পিতা – মামুদ আলী সাং- ঘিওর, মানিকগঞ্জ কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারায় এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এসময় ঘিওর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও উপজেলা সমাজ সেব অফিসার উপস্থিত ছিলেন।