বিপ্লব কুমার সাহা, ২ এপ্রিল। করোনার প্রভাবে সরকারি নির্দেশনা অনুযায়ী ঘরে থাকা অসহায় ও দরিদ্র ৪৫০টি পরিবারের মধ্যে চাউল ও নগদ টাকা বিতরণ করেন ঘিওর উপজেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার নালী ইউনিয়নের সকল ওয়ার্ডের তালিকাভুক্ত ৪৫০টি পরিবারের মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ঘিওর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় খাদ্য সহায়তা (১০ কেজি চাল) এবং উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের উত্তোলনকৃত অর্থ দিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য (যার যা কিছু লাগে) কেনার জন্য তাদের প্রত্যেককে ২৫০ টাকা হারে নগদ অর্থ পৌঁছে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান, ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা মিহিলা ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপসহকারী প্রকৌশলী ইশতিয়াক আহম্মেদ,ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ, বাংলাদেশ স্কাউটস, নালী ইউপি চেয়ারম্যান ও সদস্যগণ সহ আরো অনেকে।

উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার জানান, এ পর্যন্ত ঘিওর উপজেলার ৭টি ইউনিয়নে ৮৫০ টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া তিনি যেসব ব্যক্তি, সেচ্ছাসেবী ও রাজনৈতিক সংগঠন খাদ্য সহায়তা প্রদান করছেন, উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য তাদের অনুরোধ জানান । খাদ্য সহায়তা প্রদানের জন্য যারা এগিয়ে আসছেন, তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।