বিপ্লব কুমার সাহা, ১ এপ্রিল। ঘিওরে দুঃস্থ্য ব্যক্তিদের মাঝে খাদ্য সহায়তা দেন ঘিওর উপজেলা প্রশাসন। আজ বুধবার বিকেলে ঘিওর উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার বড়টিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের রাহাতহাটিতে ১১০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন। এ সময় প্রতি পরিবারকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু এবং ২ কেজি ডাল দেওয়া হয়।
খাদ্য বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, বড়টিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ আরো অনেকে।
ঘিওর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দু:স্থ্য ব্যক্তিদের খুঁজে বের করে তাদের মাঝে খাদ্য বিতরণ করা হচ্ছে। একটি মানুষও যাতে অনাহারে না থাকে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার বলেন, আজ বড়টিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের রাহাতহাটিতে ১১০টি পরিবারের কাছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ঘিওর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় খাদ্য সহায়তা (১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল) পৌঁছে দেয়া হয়। এ পর্যন্ত ৪০০ টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এছাড়া, যেসব ব্যক্তি, সেচ্ছাসেবী ও রাজনৈতিক সংগঠন খাদ্য সহায়তা প্রদান করছেন, তাদের জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।