ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি, ২৮ মার্চ ॥করোনা ভাইরাস এর উপসর্গ নিয়ে মারা যাওয়া এক ব্যক্তির দাফন দেওয়ায় মানিকগঞ্জের ঘিওরের বাইলজুরি গ্রাম লকডাউন ঘোষণা করে স্থানীয় প্রশাসন। সেইসঙ্গে প্রতিবেশী ৬ পরিবারের ২৮ জন ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে পুলিশের বিশেষ প্রহরায়। এমত অবস্থায় ওই গ্রামটির সাথে কার্যত সকল প্রকার যোগাযোগ বন্ধ হয়ে যায়। লকডাউন কৃত গ্রামের মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে ঘিওর উপজেলা প্রশাসন। শনিবার (২৮ মার্চ) দুপুরে ঘিওর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার, ঘিওর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আশরাফুল আলম লকডাউন এলাকা পয়লা ইউনিয়নের বাইলজুরীতে সরজমিনে গিয়ে তাদের খোঁজ খবর নেন ও সরকারি অনুদানের খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল ও আলু,তৈল ,লবণ বিতরণ করেন । এসময় ৩৫ জনকে ১০ কেজি করে চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ১ কেজি তৈল, ১ কেজি লবণ বিতরণ করেন।
খাদ্য সহায়তা বিতরণকালে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, থানার এস আই আব্দুস ছালামসহ উপজেলা প্রশাসনের আরো ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।