ঘিওর প্রতিনিধি। ২৭ মার্চ।
সৌদি প্রবাসী একজন অসুস্থ ব্যক্তি লুকিয়ে আছে, এমন মিথ্যা সংবাদ দিয়ে উপজেলা প্রশাসনকে ঐ ব্যক্তির বাড়িতে নিয়ে হয়রানী করার কারনে, মিথ্যা সংবাদ দানকারী মহিলাকে জরিমানা করা হয়েছে।
ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার জানান, গতকাল ২৬ মার্চ রাত প্রায় সাড়ে ১১টায় মায়া রাণী (৫০) মোবাইল ফোনে জানান, তরা গ্রামে আবুল বাশার নামক সৌদি প্রবাসী একজন ব্যক্তি অসুস্থ অবস্থায় একটি বাড়িতে লুকিয়ে আছেন। এমন সংবাদের ভিত্তিতে তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, ঘিওর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সহ পুলিশের একটি টিম গিয়ে সেই বাড়িটিতে তল্লাশী করেন। পরে জানা যায় প্রবাসী ঐ ব্যক্তি এখনো দেশে ফেরেনি। পরে তিনি মিথ্যা সংবাদ প্রচারের মাধ্যমে জনমনে আতংক তৈরী করায় দন্ডবিধির ২৯০ ধারায় ঐ মহিলাকে অর্থ জরিমানা করেন। তিনি আরও অনুরোধ করেন, এই বিপদের সময় কেউ মিথ্যা সংবাদ কিংবা কোন ধরনের গুজব না ছাড়ানোর জন্য।