ঘিওর প্রতিনিধি, ২৭ মার্চ। ঘিওরে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঘিওর উপজেলার তরা ক্রসব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে। নিহত ব্যক্তির নাম হযরত আলী (৪০)। তিনি ঢাকার তুরাগ থানার কালীবাড়ি কাউনিয়া এলাকার মৃত নূরুল ইসলামের ছেলে।

 বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, বুধবার রাতে ঝিনাইদহ থেকে নিজের প্রাইভেটকার চালিয়ে ঢাকায় ফিরছিলেন হযরত আলী। রাত সাড়ে ১২টার দিকে সেটি ঢাকা-আরিচা মহাসড়কের তরা ক্রসব্রিজ এলাকায় পৌঁছায়। সেখানে পাটুরিয়াগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়।

ঘটনাস্থলেই নিহত হন প্রাইভেটকারের চালক হযরত আলী। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাসুদেব সিনহা বলেন, প্রাইভেটকারে আরও একজন আরোহী ছিলেন। তিনি সামান্য আহত হন। স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বাস ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ঘটনায় ঘিওর থানায় মামলা হয়েছে।