ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি॥ করোনা ভাইরাসকে পুজি করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি করার দায়ে মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় অর্থ দন্ডের মাধ্যমে চলছে জরিমানা। এছাড়া বিদেশ ফেরত প্রবাসী যারা হোম কোয়ারেন্টাইন অমান্য করছে তাদেরকেও অর্থদন্ড দেয়া হচ্ছে।
রোববার দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বিভিন্ন হাট বাজার ও বিদেশ ফেরত প্রবাসীদের এলাকায় অভিযানে নামেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার। করোনা ভাইরাস সচেতনাতায় মানুষজনকে পরামর্শ ও দ্রব্য মুল্যের উর্ধ্বগতি ঠেকাতে বানিয়জিুরী বাসষ্ঠ্যান্ড বাজারে যান তিনি। এসময় স্থানীয় কয়েক ব্যবসায়ীর বিরুদ্ধে দ্রব্য মুল্যের দাম বেশী নেয়ার অভিযোগ তোলের ক্রেতারা। তাৎক্ষনিত বাজারের ব্যবসায়ী সঞ্জয়, নিপেন ও শ্যামল ঘোষের খুরচা ও পাইকারী মুদি দোকানে অভিযান চালায়। এসময় নিপেন ঘোষকে ২০ হাজার টাকা, সঞ্জয়কে ১৫ হাজার টাকা ও শ্যামল ঘোষকে ২০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।
এরপন তিনি উপজেলার তরা এলাকায় বিদেশ ফেরত কয়েক প্রবাসীদের বাড়ি হোম কোয়ারেন্টাইন পরিদর্শন করেন। এসময় সৌদি প্রবাসী মোজহারুল ইসলাম রাজু হোম কোয়ারেন্টাইন অমান্য করার দায়ে তাকে ১০ হাজার টাকা অর্ধদন্ড করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার বলেন, করোনা ভাইরাস সচেতনতায় আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মানুষজনকে সচেতন করতে কাজ করে যাচ্ছি। এছাড়া বিদেশ থেকে যারা আসছেন তারা যাতে হোম কোয়ারেন্টাইন মেনে চলে তার জন্য বিভিন্ন এলাকায় খোঁজ খবর রাখা হচ্ছে। রোববার দুপুরে উপজেলার তরা এলাকায় সৌদি প্রবাসী মাজহারুল ইসলাম রাজুর বাসায় খোঁজ নিতে গেলে তার বিরুদ্ধে হোম কোয়ারেন্টাইন অমান্য করার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।