করোনার তাণ্ডবে ভয়াবহ রুপ ধারণ করেছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত প্রাণঘাতী করোনায় মারা গেছে ৩৪৮ জন। গেল ২৪ ঘন্টায় ৪৬ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে, নতুন করে করোনা রোগী শনাক্ত করা হয়েছে ২৬৮১ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ৮৮৮।

যুক্তরাষ্ট্রের এ্ই করোনা ঝড়ের মধ্যে ২ কোটি ৭০ লাখ করোনা ভাইরাস পরীক্ষার কিট দেওয়ার আশ্বাস দিয়েছে হোয়াইট হাউস। চলতি মাসের মধ্যেই এই কিটগুলো ব্যবহার করা যাবে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।

মার্কিন স্বাস্থ্য বিষয়ক উপ সচিব বলছেন, মার্চের শুরুতেই ১ কোটি কিট সরবরাহ করা হয়েছে। বাকি ১ কোটি ৭০ লাখ কিট এ মাসের মধ্যেই পাওয়া যাবে। তবে সব ল্যাবগুলোতে এই কিট ব্যবহার করা যাবে না, আবার প্রতিটির পরীক্ষাও স্বয়ংসম্পূর্ণ হবে না। এখন প্রশ্ন এইটি নয় যে কিট কয়টি আছে বা আসছে, প্রশ্ন হলো যে কিট গুলো আছে তা সব ল্যাবে ব্যবহারোপযোগী হবে কিনা।