মানিকগঞ্জ প্রতিনিধি ঃ ২০ মার্চ
মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় ৪৪০ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বৃহস্পতিবার এর সংখ্যা ছিল ৪০৪ জন। শুক্রবার নতুন করে আরো ৬৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার মিলিয়ে এর সংখ্যা ৪৭১ জন। এদের মধ্যে নতুন করে ৩১ জনকে কোয়ারেন্টাইন মুক্ত করা হয়েছে। সেই হিসেবে বর্তমানে ৪৪০ জন রয়েছে হোম কোয়ারেন্টাইনে। এদিকে গত ৬ দিনে কোয়ারেন্টাইন মুক্ত হয়েছে ১৩১ জন । শুক্রবার পুলিশ সুপার রিফাত রহমান শামীম বিভিন্ন এলাকায় গিয়ে হোম কোয়ানেস্টাইনে থাকা ব্যক্তিদের খোজ খবর নেন। পাশাপাশি জনগনকে কোরনাভাইরাস সম্পর্কে সচেতন করেন।

এদিকে মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামিম শুক্রবার বিকাল ৫টার দিকে মানিকগঞ্জ এলাকায় বেশ কয়েক জন হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের খোঁজ খবর নেন। তিনি প্রথমে মানরা এলাকায় এক বাড়ীতে ১৭ মার্চ হংহং থেকে আসা এক নারীর খোঁজ খবর নেন। তাকে ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দেন। এর পর উচুঁটিয়া একায় আরো এক বাড়ীতে হোম কোয়ারেন্টাইনে প্রবাসির খোঁজ খবর নেন ও ঘরের বাইরে না বের হওয়ার পরামর্শ দেন। এছাড়া জেলার সকল থানা পুলিশের পক্ষ থেকে করোনার প্রতিরোধের ব্যাপারে গন সচেতনামুলক কর্মকান্ড চালানো হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।