সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি ঃ ২১ মার্চ
রীমার বাড়ির চারিদিকে সুসজ্জিত ও ঝলমলে লাল নীল হলুদ বাতির প্রজ¦লন এবং বাড়ির ভিতর লোকজনের আনাগোনা হঠ্যাৎ থমকে গেল। গায়ে হলুদ ও বিয়ের প্যান্ডেল, খাবার প্যান্ডেল সব ভেঙ্গে দিল করোনা ভাইরাস। করোনা ভাইরাস এড়ানোর জন্য বিয়ে হলো মসজিদে প্রশাসনের উপস্থিতিতে।
মানিকগঞ্জের সাটুরিয়ায় করোনা ভাইরাস আতংঙ্কে এবার প্রথম বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দিল প্রশাসন। তবে উভয় পক্ষের ১০ জন করে ২০ জন উপস্থিত থেকে বিয়ের কাজ শেষ করার কথা থাকলে ও পরে উপজেলার মসজিদে বিয়ে পড়ানোর সিন্ধান্ত নেয় প্রশাসন। জানা গেছে, উপজেলার কান্দাপাড়া গ্রামের মোঃ মনিরুজামানের মেয়ে আফিয়া জামান রীমার সাথে ধামরাইয়ের বালিথা গ্রামের মোঃ জিন্নত আলীর ছেলে মোঃ জাকির হোসেনের সাথে বিয়ে ঠিক হয়। এ বিয়ের অনুষ্ঠানে দাওয়াতী অতিথি ছিল ১ হাজার ৫’শ জন। বুধবার ছিল গায়ে হলুদ। বৃহস্পতিবার ছিল বিয়ে। বর পক্ষের দাওয়াতী ছিল সাড়ে তিনশত জন।
এদিকে কান্দাপাড়া গ্রামে এক বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল এ খবর পেয়ে সাটুরিয়ার ইউএনও আশরাফুল আলম বুধবার রাতে পুলিশ নিয়ে গায়ে হলুদ ও বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেন। তবে তিনি উভয় পক্ষের ২০ জনকে নিয়ে বিয়ের কাজ শেষ করার অনুমতি দেন। ইউএনওর নির্দেশ পালন করছে কিনা তদন্তে পাঠান সহকারি কমিশনার (ভূমি) সাবিহা ফাতেমাতুজ জহুরাকে। তিনি বৃহ¯পতিবার গিয়ে দেখেন প্রায় আড়াইশ লোকের মুরগীর রোষ্ট রান্না করা হচ্ছে। এ খবর ইউএনওকে জানালে ওই বিয়ের অনুষ্ঠান বন্ধ করে উপজেলা মসজিদে বিয়ে পড়ানোর সিন্ধান্ত দেন।
কনের বাবা মোঃ মনিরুজামান জানান, বর পক্ষসহ ১৫’শ লোককে দাওয়াত করা হয়। তাদের জন্য খরচ করা হয় ১০ লাখ টাকা। রোববার হরগজ হাট থেকে একটি গরু কেনা হয় প্রায় ২ লাখ টাকা দিয়ে। সেই গরু বৃহস্পতিবার কালামপুর হাটে ২০ হাজার টাকা ক্ষতি দিয়ে বিক্রি করে দেয়া হয়। অতিথিদের জন্য সাড়ে তিনশত পিচ মুরগীর রোষ্ট করা হয় ১৫ শত লোকের জন্য। করোনা ভাইরাসের কারণে ও দেশের স্বার্থে প্রশাসনের বাধার মুখে বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেই। আগে থেকে যেসব আতœীয় বাড়িতে এসেছিল তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান।
সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম বলেন, বুধবার রাতে বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশাসনের নির্দেশ না মানায় ওই বিয়ের অনুষ্ঠান মসজিদে করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে উভয় পক্ষের ১০ জন করে ২০ জন লোক উপস্থিত থাকতে পারবেন বলে তিনি জানান।