মানিকগঞ্জ প্রতিনিধি ঃ ১৭ মার্চ
শ্রদ্ধা ও ভালোবাসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মানিকগঞ্জে উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে জেলা শহরের শহীদ স্মৃতিস্তম্ভের পাদদেশে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এর পর বেলুন উড়ানোর পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক এসএস ফেরদৌস। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তারা তাঁর সঙ্গে ছিলেন। এর পর পুলিশের সদস্যদের নিয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার রিফাত রহমান শামীম ও জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মহীউদ্দীন শ্রদ্ধা নিবেদন করেন। পরে সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা শ্রদ্ধা নিবেদন করেন। এর পর সকাল সাড়ে ১০ টার দিকে শিশুপরিবার কেন্দ্রে শিশুদের নিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপনের আয়োজন করে জেলা প্রশাসন। কেক কাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিন দিনটি উদযাপন করা হয়।
এ দিকে জেলা শহরের আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া মাহফিলের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করে জেলা আওয়ামী লীগে।