মানিকগঞ্জ প্রতিনিধি ঃ ১১ মার্চ
একদিনের ব্যবধানে মানিকগঞ্জে নতুন আরো ২০জন বিদেশ ফেরৎ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বুধবার পর্যন্ত এ জেলায় মোট ৭৯ জনকে এই ব্যবস্থায় রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত মানিকগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত্রের কোন খবর পাওয়া যায়নি।
মানিকগঞ্জের সিভিল সার্জন ডাঃ আনোয়ারুল আমিন আখন্দ জানান, করোনা ভাইরাস প্রতিরোধ ও আক্রান্ত ব্যক্তিদের তাৎক্ষণিক চিকিৎসা সেবা দিতে মানিকগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালের পূরাতন ভবনে দোতলায় ১২ শয্যার নারী ও পুরুষের জন্য আলাদা দুটি করোনা আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে। এছাড়াও জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউশনের নতুন ভবনে কোয়ারেন্টাইন ইউনিট খোলা হয়েছে এবং সেখানেও ১০০ শয্যার ব্যবস্থা করা হয়েছে।