ইরাকের মসুলে দেশটির সেনাবাহিনীর একটি টহল টিমের গুলিতে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন ও অন্য একজন আহত হয়েছেন। এ ঘটনায় ৩ বাংলাদেশিকে আটক করেছে সেনারা। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্য সন্দেহে তাদের আটক করা হয়েছে। তবে আটকরা জানিয়েছেন, তারা কাজের সন্ধানে যাওয়া প্রবাসী শ্রমিক।

মঙ্গলবার কাজের সন্ধানে ইরাকের মসুল প্রদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কুর্দিস শহরের মাখমুর এলাকার উদ্দেশে যাচ্ছিলেন ওই চার বাংলাদেশি। পথে ইরাকি সেনাবাহিনীর একটি টহল দল আইএস জঙ্গি ভেবে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

গত রবি ও সোমবার মাখমৌর জেলায় আইএসবিরোধী অভিযান চালিয়েছে ইরাকি সেনাবাহিনী। এতে ২৫ আইএস জঙ্গি নিহত হয়েছে।

জানা গেছে, ওই চার বাংলাদেশির হাওলার এলাকায় কাজের অনুমতিপত্রের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। এরপর তাদের সেখান থেকে বহিষ্কার করা হলে তারা নতুন কাজের সন্ধানে গোপনে মাখমুর এলাকার উদ্দেশে যাচ্ছিলেন। পথে সেনাবাহিনী তাদের থামতে বললেও তারা না থামায় এ গুলিবর্ষণের ঘটনা ঘটে।

মাখমৌরের মেয়র রিজকার মোহাম্মদ বাংলাদেশি শ্রমিকদের গ্রেপ্তার হওয়ার তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, বর্তমানে তাদের ৩ জনকে তদন্তের জন্য আটকে রাখা হয়েছে। তবে গুলিতে নিহত বাংলাদেশিকে নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।