আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তালেবানের সঙ্গে শান্তিচুক্তির অংশ হিসেবে এ কার্যক্রম শুরু করেছে মার্কিন সেনাবাহিনী।
মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে সোমবার এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল সনি লেগগেট সোমবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।
আফগানিস্তান থেকে প্রথম ধাপে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন তিনি।
তিনি জানান, তালেবান শান্তি চুক্তি মেনে চললে আগামী ১৪ সপ্তাহের মধ্যে সব সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র ও এর মিত্র বাহিনী।
সূত্র : ফ্রান্স২৪