মানিকগঞ্জ প্রতিনিধি ঃ ৮ মার্চ
মানিকগঞ্জে তিনদিন ব্যাপী লাভজনক উপায়ে গবাদি পশু পালন, দুগ্ধ উৎপাদন ও খামার ব্যবস্থাপনা এবং মাটির উর্বরতা, জৈব সার উৎপাদন ব্যবহার ও বিষমুক্ত সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রোববার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালাটির শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) ফৌজিয়া খান।
সহকারী কমিশনার (ভূমি) আলী রাজিব মাহমুদ সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আফতাব উদ্দীন মাহমুদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মো: আব্দুর রাজ্জাক, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর আজরা জাবিন, অতিরিক্ত কৃষি অফিসার লুৎফুন নাহার মুক্তা প্রমুখ।
তিনদিন ব্যাপী এই কর্মশালায় দুইটি ট্রেডে সদর উপজেলার ৭০ জন প্রশিক্ষনার্থী অংশ নিয়েছেন। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এসেন্সীর (জাইকা) অর্থায়নে প্রশিক্ষণ বাস্তবায়ন করছেন উপজেলা কৃষি ও পল্লী উন্নয়ন বিষয়ক স্থায়ী কমিটি।