স্টাফ রিপোর্টার
গুলশান হলিআর্টিজেনে জঙ্গী হামলায় শহীদ সিনিয়র এসি রবিউল করিমের স্মরণে শহীদ সিনিয়র এসি রবিউল করিম স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা ১৬ ফেব্রুয়ারী রোববার অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়ার্টার হুসাইন মোহাম্মদ রায়হান ও পুলিশ সদস্য আলমগীর হোসেন জুটি। রানার্স আপ হয়েছে ঘিওর থানার পুলিশ সদস্য রুহুল আমিন ও রিপন মিয়া জুটি।
মানিকগঞ্জ পুলিশ লাইন মাঠে শহীদ সিনিয়র এসি রবিউল করিম স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয় গত ৮ ফেব্রুয়ারি। এতে পুলিশ সদস্যদের মধ্যে দুই গ্রুপের ২৮ জুটি খেলায় অংশ নেন। রোববার রাতে ফাইনাল খেলায় মুখোমুখি হন অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়াটার হুসাইন মোহাম্মদ রায়হান ও পুলিশ সদস্য আলমগীর হোসেন জুটি এবং ঘিওর থানার পুলিশ সদস্য রুহুল আমিন ও রিপন মিয়া জুটি। খেলায় চ্যাম্পিয়ন হন অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়াটার হুসাইন মোহাম্মদ রায়হান ও পুলিশ সদস্য আলমগীর হোসেন জুটি। রানার্স আপ হন ঘিওর থানার পুলিশ সদস্য রুহুল আমিন ও রিপন মিয়া জুটি।
খেলা শেষে খেলোয়াদের মধ্যে পুরুস্কার বিতরন করেন প্রধান অতিথি পুলিশ সুপার রিফাত রহমান শামীম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, শহীদ সিনিয়র এসি রবিউল করিমের ছোট ভাই শামসুজ্জামান শাম্স, সদর সার্কেল ভাস্কর সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হামিদুর রহমান সিদ্দিকী।