ভারতের উত্তরপ্রদেশের লখনৌতে প্রতিরক্ষা প্রদর্শনী-২০২০ শুরু হতে চলেছে। জোর কর্মযজ্ঞ চলছে তা নিয়ে। বিশাল ওই প্রদর্শনীর উদ্বোধন করতে কাল সেখানে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

তার আগের দিন আজ মঙ্গলবার ভারতের গোয়েন্দা দপ্তর সেখানে জঙ্গি হামলার উচ্চ সতর্কতা জারি করেছে। সেই সতর্কতায় বলা হয়েছে, ১১টি জঙ্গি সংগঠন যৌথভাবে হামলা করতে পারে। তা নিয়ে কপালে ভাঁজ পড়েছে যোগি প্রশাসনের।

গোয়েন্দারা বলছেন, এই জঙ্গিরা নেপালের পথ ধরে ভারতে প্রবেশ করেছে। ভারত-নেপাল সীমান্ত এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। উচ্চ-সতর্কতা জারি হওয়ার পর থেকেই উত্তরপ্রদেশের লখনৌ শহরে শুরু হয়ে গেছে পুলিশ এবং র‌্যাপিড অ্যাকশন ফোর্সের যৌথ ফ্ল্যাগমার্চ। অনুষ্ঠানের জায়গায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।
 
জানা গেছে, এই প্রতিরক্ষা প্রদর্শনীতে ৩৫টি দেশের প্রতিরক্ষা মন্ত্রী উপস্থিত থাকার কথা। সেনাপ্রধান থাকবেন ৫৪টি দেশের এবং বিশ্বের যারা অস্ত্র প্রস্তুতকারক শিল্পপতি, তারাও উপস্থিত থাকবেন। বিনিয়োগ টানার জন্য এখানে খরচ করে সাজানো হয়েছে।