মানিকগঞ্জ প্রতিনিধি ঃ ২৯ জানুয়ারি
খুন, ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে মুখে কালো কাপড় বেঁধে মানিকগঞ্জে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র ইউনিয়ন । বুধবার সকাল ১১ টার দিকে মানিকগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে দাঁড়িয়ে প্রগতিশীল ছাত্র নেতারা খুন, ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে এবং প্রতিবাদী বিভিন্ন লেখা সংবলিত ফেস্টুন হাতে এ অবস্থান কর্মসূচি পালন করে।
ছাত্র ইউনিয়ন-এর মানিকগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি এম.আর.লিটন এর সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ছাত্র ইউনিয়ন জেলা সহ-সভাপতি জাকির হোসেন রুবেল, ছাত্র ইউনিয়ন এর সাবেক জেলা সহ-সভাপতি রুমা আক্তার, সরকারি দেবেন্দ্র কলেজে শাখার আহ্বায়ক রাসেল আহমেদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ছাত্র ফ্রন্টের জেলার সহ-সাধারণ সম্পাদক মৌসুমী আক্তার।
এ কর্মসূচি থেকে ছাত্র ইউনিয়নের নেতারা জানান, বর্তমানে দেশে খুন, ধর্ষণ ও সহিংসতার এক ভয়াবহ চিত্র দেখা যাচ্ছে। মানবাধিকার সংস্থা আইন ও সলিশ কেন্দ্র (আসক) এর হিসাব অনুযায়ী, ২০১৯ সালে এক হাজার ৪১৩জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। ২০১৮ সালে এই সংখ্যা ছিলো ৭৩২জন । অর্থাৎ গত বছরের তুলনায় ধর্ষণের ঘটনা বেড়েছে দ্বিগুণ যা ভয়াবহ বলে উল্লেখ করে সংস্থাটি।
বক্তারা আরো জানান, ২০২০ সালের চলতি জানুয়ারি মাসেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও সহিংসতার চিত্রগুলোও ভয়াবহ । প্রতিদিন শিশু ও নারী যৌন হয়ানারীর শিকার হচ্ছে ।