স্টাফ রিপোর্টার
“জেনে বুঝে বিদেশ যাই’ অর্থ সম্মান দুটোই পাই” এই শ্রোগানকে সামনে রেখে মানিকগঞ্জে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার, প্রচার ও প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ১৯ জানুয়ারী রোববার দুপুরে হরিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং প্রবাসী কল্যান ও বৈদেশিক সংস্থার অর্থায়ন ও তত্ত্বাবধায়নে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্ত্বরে এই সভার আয়োজন করা হয়।
হরিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে জেলা প্রশাসক এসএম ফেরদৌস, উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, ভাইস চেয়ারম্যান আজিম খান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নূর মোহাম্মদ অতএব ও জনশক্তি ও বৈদেশিক কর্মসংস্থার সহকারি পরিচালক শেখ মুস্তাফিজুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা জেনারেল শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা গ্রহনের কথা বলেন এবং দালালের মাধ্যমে যাতে প্রতারণার শিকার না হয় সে বিয়ষে সর্তক থাকার আহবান করেন।