ঘিওর প্রতিনিধি ॥ মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় গৃহবধূকে জোর করে আপত্তিকর ছবি তুলে তা ইন্টারনেট ও স্বামীর কাছে পৌছে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে বিদ্যুৎ ভূঁইয়া (২৩) কে ঘিওর থানার পুলিশ গ্রেফতার করেছে। ২০ জানুয়ারী সোমবার সকালে মানিকগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
আটকৃত ধর্ষক মোঃ বিদ্যুৎ ভূঁইয়া (২৩), বালিয়াখোড়া ইউনিয়নের ছোট বৈন্যা গ্রামের মোঃ বিরাজ ভূইয়ার ছেলে। গত রবিবার (১৯ শে জানুয়ারী) বেলা প্রায় ২ টার দিকে পুখরিয়া বৈন্যা এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। এর আগে রবিবার সকালে ঘিওর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ধর্ষণের শিকার এক কন্যা সন্তানের জননী (২০)।
অভিযোগ সূত্রে জানা যায়, গত দুই বছর র্পূবে আমার বিবাহ হয়। আমার সংসারে এক বছর বয়সের একজন কন্যা সন্তান আছে। বিবাহের পূর্বে আমার একটি ছেলের সাথে বন্ধুত্ব সম্পর্ক ছিল। তখন ছেলেটির সাথে আমার যৌথ ছবি ছিল। বিবাহের পর হতে চার মাস পর্যন্ত ছেলেটি আমাকে ফোন দিত তখন বিষয়টি আমি ধর্ষণকারী বিদ্যুৎ ভূইয়ার সাথে পরামর্শ করি । সেই মোতাবেক বিদ্যুৎ ভূইয়া আমার সাথে বন্ধত্বু থাকা ছেলেটির সাথে যোগাযোগ করে। এবং আমাকে ফোন দিতে নিষেধ করে। কিন্তু ধর্ষণকারী বিদ্যুৎ ভূইয়া এক পর্যায়ে আমার বন্ধু ছেলেটির সাথে নিজে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলে। এবং আমার বন্ধুর সাথে উঠানো যৌথ ছবি সংগ্রহ করে আমাকে ব্লাকমেইল করা শুরু করে। ধর্ষণকারী বিদ্যুৎ ভূইয়া আমার বন্ধুর সাথে উঠানো যৌথ ছবি আমার স্বামীকে দেখাবে এবং আমার সংসার নষ্ট করে দিবে বলে হুমকি প্রদান করে আমাকে ভয়ভীতি দেখায় এবং জোরপূর্বক আমার ইচ্ছার বিরুদ্ধে ধষর্ণ করে আসছে । এবং কৌশলে আমাদের আপত্তিকর ছবি মোবাইলে তুলে রাখে। সেই ছবি দেখিয়ে দীর্ঘ দিন আমাকে জোরপূর্বক ধর্ষণ করা কালে আমার স্বামীকে বিষয়টি জানাবো বলিলে সে আমার মেয়েকে খুন করবে বলে হুমকি দিয়ে গত ০৬/১১/২০১৯ তারিখ রাত ১০.৪৫ টার সময় আমার স্বামীর ঘরে আশে। এসে আমাকে জোরপূর্বক আমার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। একপর্যায়ে বিষয়টি আমার স্বামীকে জানাই ।
গৃহবধূ তার স্বামীসহ আত্মীয়-স্বজনদের সাথে পরামর্শ করে রবিবার ১৯/০১/২০২০ ইং তারিখ সকালে ঘটনার বিবরণ তুলে ধরে ঘিওর থানায় একটি অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের প্রেক্ষিতে থানায় একটি মামলা দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতেই বেলা প্রায় ২ টার দিকে পুখরিয়া বৈন্যা এলাকা থেকে ধর্ষণকারী বিদ্যুৎ ভূইয়াকে গ্রেফতার করে পুলিশ। সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘিওর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ওই গৃহবধূর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বিদ্যুৎ ভূইয়াকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে চালান করা হয়েছে।