মানিকগঞ্জ প্রতিনিধি ঃ ১৮ জানুয়ারি
মানিকগঞ্জের বরংগাইল হাইওয়ে পুলিশ শনিবার ভোর রাতে ঢাকা-পাটুরিয়া মহাসড়ক থেকে এক ট্রাক নিষিদ্ধ পলিথিন আটক করেছে। সেই সাথে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে । তবে জব্দ তালিকায় আটককৃত পলিথিনের পরিমান ও মুল্য নিয়ে সময় ভেদে বিভ্রান্তিকর তথ্য দেয়া হচ্ছে। যা নিয়ে নানা সন্দেহ সৃষ্টি হয়েছে।
পলিথিন আটকের খবরের বিষয়টি নিশ্চিত হতে এই প্রতিবেদকের কাছে হাইওয়ে পুলিশের ইনচার্জ বাসুদেব সিনহা জানালেন, জব্দকৃত পলিথিন ৩ হাজার কেজি। যার মূল্য আনুমানিক ৯০ হাজার টাকা। পরে বিকাল ৪টার নাগাদ সর্বশেষ তথ্য জানতে মুঠোফোনে ওই হাইওয়ে পুলিশের পরিদর্শকের সাথে কথা হলে তখন তিনি দিলেন ভিন্ন তথ্য। বললেন আটককৃত পলিথিনের পরিমান সাড়ে ৭ টন হয়েছে। আর মূল্য ধরেছেন ৪০ টাকা কেজি করে ৩ লাখ টাকা।
অথচ মানিকগঞ্জ শহরের বিভিন্ন বাজারের মুদি দোকানদার সহ বেশ কয়েকটি দোকানদার যারা পলিথিন বেচা কেনার সাথে জড়িত তাদের সাথে কথা বলে জানা গেছে , আটককৃত পলিথিনের প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকা। সেই হিসেবে সাড়ে সাত টন পলিথিনের বাজার মূল্য দাঁড়ায় ১৮ লাখ টাকার মতো !
পলিথিন ব্যবসার জড়িত এমন এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানালেন, আটককৃত পলিথিন ছিলো ১১ টন। ঢাকার ব্যবসায়ী মিশুর ও মিরাজ পলেথিনগুলো ফরিদপুরে পাঠাচ্ছিলেন।
বরংগাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ বাসুদেন সিনহা জানালেন, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-পাটুরিয়া মহাসড়কে টহল দেওয়ার সময় এসআই আরিফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পাটুরিয়াগামী যশোর ট-১১-২৯৬৪ নম্বরের পলিথিন বাহী একটি ট্রাক আটক করে। এসময় ট্রাকের চালক শাহাদাত হোসেন (৪২) ও সহকারী শরিফুল ইসলাম (২৮) ও পলিথিনের মালিক পক্ষের রাশেদ ফারাজি (২২)কে আটক করা হয়। পলিথিন সামগ্রী পরিবেশের জন্য ক্ষতিকর এজন্য বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইন ২০১০ এর ১৫(১) টেবিলের ৪ (ক) ও (খ) ধারায় মামলা করা হয়েছে। এ মামলায় পলিথিনের মালিক দেখানো হয়েছে ঝালকাঠি জেলার নলসিটি উপজেলার সেকেন্দার আলীর ছেলে মিরাজ হোসেন (৩৫) কে। আটককৃত ট্রাক ও পলিথিন গুলো শিবালয় উপজেলার বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁিড়তে রয়েছে বলে জানান হাইওয়ে পুলিশের ওই কর্মকর্তা।
বিপ্লব চক্রবর্তী