চীনা স্মার্টফোন নির্মাতা শাওমি ৬৬ ওয়াটের একটি ডিভাইস আনছে, যেটি মাত্র ৩৫ মিনিটেই ফোনের চার্জ পূরণ করতে পারবে।
গিজমোচায়নার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে শাওমি তাদের প্রথম ফোন মি ১০ প্রো’তেই চার্জারটি যুক্ত করতে পারে।
শাওমির পক্ষ থেকে বলা হয়েছে, ৬৬ ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেমের উন্নয়নে কাজ শুরু হয়েছে। এ সিস্টেম দিয়ে মি ১০ প্রো স্মার্টফোনটি মাত্র ৩৫ মিনিটেই চার্জ পূর্ণ করা সম্ভব হবে।
২০২০ সালের দ্বিতীয়ার্ধ (জুলাই-ডিসেম্বর) নাগাদ এ স্মার্টফোন বাজারে ছাড়তে পারে শাওমি। একই সঙ্গে কোম্পানিটি ১০০ ওয়াটের পুরোপুরি ওয়্যারলেস বা তারহীন ফাস্ট চার্জিং সিস্টেমের উন্নয়ন কাজ শুরু করেছে বলে জানা গেছে।
শাওমির অন্যতম প্রতিদ্বন্দ্বী রিয়েলমির এক্স২ প্রো স্মার্টফোনে ৫০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা ব্যবহার করা হয়েছে। ডিভাইসটির ব্যাটারির সক্ষমতা ৪ হাজার এমএএইচ। এটি চার্জ পূর্ণ হতে সময় নেয় মাত্র ৩৩ মিনিট।